ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার মামুনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া আদর্শ কলেজ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী, কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গণমানুষের নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ১৯৯১ সালে তার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দেশ উন্নয়নের পথে নতুন সূচনা পায়। বিরোধী দলে থাকাকালে তার দৃঢ় অবস্থান বহু দেশবিরোধী সিদ্ধান্তকে প্রতিহত করেছেন। তিনি ছিলেন দেশের স্বার্থে আপসহীন নেত্রী, গণতন্ত্রের বাতিঘর এবং মাদার অব ডেমোক্রেসি।

তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং সুস্থ হয়ে আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও কল্যাণের পথে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

দোয়া মাহফিলে এমরান হোসেন মাস্টারের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, জয়নাল হাজারী, আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান ভূঁইয়া, বাদল, মোঃ ইউনুছ মিয়া, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম, এরশাদ মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

শেষে বড়ধুশিয়া জামে মসজিদের ইমাম আব্দুল বাতেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন