মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
তিনি বলেন, দায়িত্ব পাওয়া গেলে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, “আমরা সুযোগ পেলে চা শ্রমিকদের মানবিক মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। রাষ্ট্র ও দলের কাঠামোর মাধ্যমে আমরা তাদের সেবা ও সুযোগ বৃদ্ধিতে কাজ করব।”
এডভোকেট রব উল্লেখ করেন, চা-বাগাননির্ভর এই অঞ্চলের অর্থনীতি শ্রমিকদের কঠোর পরিশ্রমের ওপর নির্ভরশীল, কিন্তু জীবনমান এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।
তিনি বলেন, “চা বাগানই এই এলাকার প্রাণ, আর সেই প্রাণকে বাঁচিয়ে রেখেছেন শ্রমিকেরা। দেশের রাজস্ব, রপ্তানি আয় ও শিল্পের প্রবৃদ্ধিতে তাদের অবদান অনন্য। তবে মৌলিক চাহিদা ও জীবনযাত্রার মান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।”
তিনি আরও জানান, শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা, আবাসন, শিক্ষা ও নিরাপদ পানি সরবরাহসহ মৌলিক চাহিদার জন্য সংগ্রাম করে আসছেন। এডভোকেট রব বলেন, শ্রমজীবী মানুষের স্বস্তি শুধুই দান নয়—এটি তাদের অধিকার।
তিনি চা শ্রমিকদের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেন। এতে নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, বৃত্তি ও শিক্ষা উপকরণ সরবরাহ অন্তর্ভুক্ত। এছাড়া তিনি বাগানকেন্দ্রিক এলাকায় অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি, আবাসন ও চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বক্তব্যের শেষাংশে এডভোকেট মোহাম্মদ আব্দুর রব চা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “আপনারা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আপনাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের মানবিক দায়িত্ব। শ্রমিকের ঘরে আলো জ্বলে উঠলে—এই সবুজ বাগানও আরও উজ্জ্বল হয়ে উঠবে।”
