মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : বাংলাদেশে শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সহিংস হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই) এবং করাচি প্রেস ক্লাব (কেপিসি)। একই সঙ্গে নিউ এজ-এর সম্পাদক ও সম্পাদক পরিষদ সভাপতি, প্রবীণ সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনাকে গুরুতর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে দুই সংগঠন।
এক যৌথ উদ্বেগের সুরে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শতাধিক সাংবাদিককে হত্যা মামলাসহ গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তারা বিচার ছাড়াই কারাবন্দি রয়েছেন। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সাংবাদিকদের আটক রাখাকে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির শামিল বলে মনে করছে প্রেস ক্লাবগুলো। অবিলম্বে ও নিঃশর্তভাবে সব আটক সাংবাদিকের মুক্তির দাবি জানানো হয়েছে।
প্রেস ক্লাব অব ইন্ডিয়া ও করাচি প্রেস ক্লাব উভয়েই বলেছে, স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যমকে স্তব্ধ করতে সহিংসতা, ভয়ভীতি, আইনি হয়রানি বা হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকা- গণমাধ্যমের স্বাধীনতা, সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের অধিকার এবং আইনের শাসনের সরাসরি লঙ্ঘন।
বাংলাদেশের সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করে কেপিসি ও পিসিআই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে-গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলাসহ সব ঘটনার বিষয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করতে হবে। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে, যাতে এ অঞ্চলে গণতান্ত্রিক মূল্যবোধের আরো অবক্ষয় রোধ করা যায়।
