ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলার্সের দোকান থেকে ৩৩ লক্ষ টাকার গহনা লুট; তদন্তে পুলিশ


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :

দুঃসাহসিকতার চরম সীমা! ঝিনাইদহের শৈলকুপা থানা রোডে অবস্থিত 'ভাই ভাই জুয়েলার্স'-এ ঘটলো এক ভয়ঙ্কর চুরির ঘটনা। গভীর রাতে পেশাদার দুর্বৃত্তদের হাতে দোকানের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে পরাজিত হওয়ায় প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ ও রৌপ্য গহনা লুট হয়েছে বলে খবর। এই ঘটনায় শুধু বাজার নয়,পুরো জেলা জুড়েই নেমে এসেছে চরম আতঙ্ক এবং তীব্র ক্ষোভের ঢেউ!

দোকান মালিক উজ্জ্বল সরকার জানান, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত দোকানের তালা ও নিরাপত্তা ভেদ করে ভেতরে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট—দোকানের মূল্যবান গহনা লুট করা।দুষ্কৃতীরা দোকান থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণ এবং ৭০-৮০ ভরি রৌপ্য গহনা লুট করে নিয়ে যায়।এই বিপুল পরিমাণ গহনার মোট বাজার মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা।চুরি এত নিখুঁতভাবে হয়েছে যে সকালে বিষয়টি নজরে আসার পর সবাই হতবাক!

খবর পাওয়া মাত্রই শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পুরো দোকান এবং আশপাশের এলাকা গভীরভাবে পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে,তারা এই দুঃসাহসিক চুরির পেছনের রহস্য দ্রুত উদ্ঘাটনে বিশেষ তদন্ত শুরু করেছেন। কারা এই চুরির সঙ্গে জড়িত,তাদের শনাক্ত করার কাজ চলছে।

থানা রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন একটি ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ী মহলের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক ও ক্ষোভের ছায়া। তারা দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচন করে লুট হওয়া গহনা উদ্ধার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এই ৩৩ লক্ষ টাকার চুরির নেপথ্যে কি কোনো বড় চক্র? পুলিশের তদন্তে কি উঠে আসবে নতুন কোনো তথ্য?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন