মিথ্যা প্রতিবাদের বিরুদ্ধে উল্টো প্রতিবাদ ও সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদনঃ চ্যানেল এস টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সোনালী ব্যাংক দেওয়ানগঞ্জ বাজার শাখার সিনিয়র অফিসার (আইটি) মো. জাকির হোসেন সংবাদ সম্মেলনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে উল্টো প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ ও স্থানীয় সচেতন মহল।

আজ এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যে প্রতিবাদ জানানো হয়েছে, তা প্রকৃত ঘটনা আড়াল করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়। সংবাদে উত্থাপিত ঋণ সংক্রান্ত অনিয়মের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করা হয়েছে, যা জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে।

তারা আরও বলেন, বাহাদুরাবাদ ইউনিয়নের শহিদুর রহমানের নামে প্রদত্ত ঋণের ক্ষেত্রে কাগজপত্র যাচাই ও ঋণ প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতি রয়েছে,এ বিষয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ হওয়ায় সংশ্লিষ্টরা এখন উল্টোভাবে গণমাধ্যমকে দায়ী করে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ছিল তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট। কোনো অনিয়ম না থাকলে তদন্তের মাধ্যমে সত্য প্রকাশের পথ খোলা রয়েছে। কিন্তু সংবাদকে “মিথ্যা ও ভিত্তিহীন” বলে দাবি করে সাংবাদিক ও গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ।

বক্তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং মিথ্যা প্রতিবাদের মাধ্যমে প্রকৃত সত্য ধামাচাপা দেওয়ার অপচেষ্টার তীব্র নিন্দা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন