খাগড়াছড়িতে তারুণ্য উৎসব, বিজয় দিবসে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ


মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

"পড়িলে বই,আলোকিত হই, না পড়িলে বই, অন্ধকারে রই" খাগড়াছড়ি জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজনে তারুণ্য উৎসব, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বইপাঠ, কুইজ, রচনা, চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়। 

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় সময় খাগড়াছড়ি জেলা সরকারি গণগ্রন্থাগার সাধারণ পাঠ কক্ষে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সনদ ও পুরস্কার বিতরণ আলোচনা সভা জেলা সরকারি গণগ্রন্থাগার লাইব্রেরিয়ান ওয়েন চাকমা সঞ্চালনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও দপ্তরে আহ্বায়ক কুমার সুইচিংপ্রু সাইন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাহফুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রানু চাকমা প্রমূখ।

এছাড়াও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী  শিক্ষার্থীর ও অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

খাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় কলেজ শিক্ষার্থীরা বইপাঠ, কুইজ, রচনা, চিত্রাংকন ইভেন্ট প্রতিযোগিতায় ৬৬ জন বিজয়ীকে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়  এ ছাড়াও তারুণ্য উৎসবকে কেন্দ্র করে এ জেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন পূর্বক গণগ্রন্থাগার সম্পর্কে অবহিত করন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করে প্রত্যেক বিদ্যালয় থেকে তিন জনকে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন, প্রতিটি শিশু'কে  বেশি করে বই পড়তে অভ্যাস তৈরি করা প্রয়োজন। দেশের যেকোন জাতির সমাজের কল্যাণে কাজ করতে বইয়ের ছাড়া কোন বিকল্প নেই। বই পড়ে জ্ঞান চর্চায় করতে পারলেই, সমাজের আগামীতে প্রতিটি শিশু আলোকিত হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন