চট্টগ্রামে মজু শাহ’র ওরশ ১ জানুয়ারি


রনজিত কুমার শীল, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম খিতাপচরস্থ মুশকিল কোশা, হাজত রওয়া, গাউছে ছমদানী, মোরশেদেনা অলিয়ে কামেল, শাহ সুফি হযরত মোজাহেরুল হক শাহ্ (ক.) প্রকাশ মজু শাহ’র বার্ষিক ওরশ আগামী ১ জানুয়ারি ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার মজু ভান্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত দিন-রাতব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কোরআন, ছেমা জিকির মাহফিল, মোনাজাত ও তবারুক বিতরণ। অনুষ্ঠিতব্য ওরশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মজু ভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন