বাবুবাজার বহুতল ভবনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে


মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : পুরাতন ঢাকার আরমানিটোলা সংলগ্ন বাবুবাজারস্থ হাজী টাওয়ার নামে একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ভবনটির ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত শুরু হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং জানায়, খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সদরঘাট ও সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি করে ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটসহ মোট নয়টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে তার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন