দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : মহান বিজয়ের মাস উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে মাদক মুক্ত যুব সমাজ গড়তে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের কাঁটাপুকুর গ্রামে ২ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার কাঁটাপুকুর যুবসমাজের আয়োজনে গ্রামের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।সব শেষে শনিবার বিকেলে হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে সিদইল বম্বু একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোনাকুল একাদশ।
শনিবার বিকেলে এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল।
জেলা যুবদলের সাবেক সদস্য সুলতান আহমেদ ও নোহা গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার জয়নুল আবেদীনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন,কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল। আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, সমাজসেবক মোঃ মাহমুদুল হক ও প্রকৌশলী মোঃ দারুল আকবর সাগর প্রমুখ।
শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে বড় খাসি ও রানার্সআপ দলকে ছোট খাসি পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
খেলা পরিচালনা করেন, এনামুল হক বাবুল, আমিনুর রহমান, ইলিয়াস হোসেন ও আব্দুল হান্নান।
এই খেলার আয়োজনকে কেন্দ্র করে মাঠে ছিল উপচে পড়া দর্শক। সকলের মাঝেই বইছিল যেন আনন্দের বন্যা।
