দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের স্বজনপুকুর (বুন্দিপাড়া) এলাকায় মাদক সেবনের সময় হাতেনাতে আটক করার পর তাদের এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম। অভিযানে সহযোগিতা করে ফুলবাড়ী থানা পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন স্বজনপুকুর গ্রামের মশিউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৩) এবং একই গ্রামের মৃত আফজাল আলীর ছেলে মোহন (৩৫)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
