ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) ঝিনাইদহ জেলার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা প্রাথমিকভাবে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এতে ঝিনাইদহ-১ (শৈলকূপা), ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর–হরিণাকুণ্ডু), ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ–সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা অংশ নেন।
এরপর সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসউদের কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।
বেলা সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ-১ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান, ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান এবং ঝিনাইদহ-৩ আসনে মেহেদী হাসান রনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
