গোলাম রব্বানী টিটু , (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে শীত নিবারণের জন্যে অসহায় ১,৩৮০জন শীতার্ত মানুষ কম্বল পেল । শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিদের্শে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল নিজ হাতে এ সব কম্বল বিতরণ করেন । তিনি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, গরিব, অসহায়, বৃদ্ধ ও দুস্থ পরিবারের বাড়িতে যেয়ে শীতকে উপেক্ষা করে সরকারের দেয়া কম্বল বিতরণ করছেন । তার হাতে শীতার্ত মানুষগুলো শীত নিবারণের জন্যে কম্বল পেয়ে বেজায় খুশি হয়েছেন । পাহাড়ি এলাকায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে কম্বল অপ্রতুল হলেও উপজেলার ৭টি ইউনিয়নে আরো কম্বল প্রয়োজন বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন । সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সদর সহ পাহাড়ি এলাকায় প্রচন্ড শীত জেঁকে বসেছে। কনকনে হিমেল হাওয়া আর প্রচন্ড ঠান্ডার কারণে দেখা দিয়েছে,আমাশা,ডায়রিয়া, ঠান্ডা ও পানি বাহিত রোগ সহ বিভিন্ন রোগের প্রাদূর্ভাব। এতে শিশু ও বয়স্ক ব্যক্তিরাই আক্রান্ত হয়ে ঝিনাইগাতী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে অনেকেই । গরু, মহিষ, ছাগল,মুরগি সহ প্রচন্ড শীতের কারণে তাদেরকে নিয়ে কৃষকরা পড়েছেন বিপাকে। গরিব-দুঃখী ও ছিন্নমূল মানুষেরা শীতে জবুথবু হয়ে অতি কষ্টে দিনাপাত করছে। পাহাড়ী অঞ্চলের মানুষেরা ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও শীতের মধ্যে অতি কষ্টে জীবনযাপন করছেন। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান, ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের বরাদ্ধ থেকে জেলা প্রশাসক মহোদয় হতে প্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে এ বছর ২য় দফায় কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে । এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান জানান কম্বল বিতরণ করা হচ্ছে এ পর্যন্ত ১,৩৮০জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।
Tags
শেরপুর