ঝিনাইদহে গণসংযোগে রাশেদ খাঁনকে ‘মুখে লাগাম’ দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে রাশেদ খাঁন ব্যঙ্গ-বিদ্রূপ করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। “ঝিনাইদহে এই লোককে আগে কোনোদিন দেখা যায়নি, এখন এসেছে বড় বড় কথা বলতে”— মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের হামদহ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে স্থানীয় দলীয় কার্যালয়ে এক বক্তব্যে এ প্রতিক্রিয়া জানান মুকুল। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

ভিডিও বার্তায় এনামুল কবির মুকুল রাশেদ খাঁনকে ‘ভুঁইফোঁড় ও নব্য ফ্যাসিবাদী’ রাজনীতিক হিসেবে উল্লেখ করে বলেন, “রাজনীতি করতে চান, নিশ্চয়ই ভালো কথা। কিন্তু বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করলে তা মেনে নেওয়া হবে না। এভাবে হিংসাত্মক সুরে কথা বললে বিএনপি নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার আমলে আওয়ামী নেতারা যেভাবে তীব্র ভাষায় কথা বলত, এখন রাশেদ খাঁন সেই ভাষা অনুসরণ করছে। ৫শ কর্মী নেই, কিন্তু হুংকার বাঘের মতো। একজন নতুন রাজনীতিবিদ হয়ে ঝিনাইদহ বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বাজে মন্তব্য করা কোনোভাবেই শোভন নয়।”

তিনি রাশেদ খাঁনকে এসব আচরণ বন্ধ করার আহ্বান জানান।

এর আগে জেলা বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। এতে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহ-সভাপতি এনামুল কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নয়ন হাওলাদারসহ নেতাকর্মীরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন