আমিনুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমজনতা পার্টি এবং তিনজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান, জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুল হক, পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আব্দুল আহাদ, আমজনতা পার্টির প্রার্থী ইব্রাহিম আলী মণ্ডল।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য এস এম জাকারিয়া বাচ্চু এবং প্রভাষক রোস্তম আলী।
প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১৩৪ জন।
