এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন ঝিনাইদহ -৪ আসনের প্রার্থী রাশেদ খাঁন


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ–সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী গনঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান  মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ ২৯ ডিসেম্বর দুপুর টাই কালিগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

সে সময়ে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ ও সাবেক এ্যাটর্নী জেনারেল এ্যাড. আসাদুজ্জামান। 

মনোনয়নপত্র দাখিল শেষে রাশেদ খান  বলেন, আমি আপনাদেরকে সাথে নিয়ে ঝিনাইদহ ৪ আসনের সকল ভালো কাজ গুলো করতে চাই। আমি আসার সময় দেখেছি রাস্তার অবস্থা ভালোনা সেগুলোর কাজ করা জরুরি। ঝিনাইদহ ৪ আসনের যে সকল কৃষক আছে আমি তাদের পাশে থেকে কৃষি উন্নয়ন করতে চাই।  শিক্ষার হার বাড়াতে চাই। আপনারা ধানের শীষের ভোট দিয়ে আমার পাশেই থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন