এবছর এইচএসসিতে শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ যশোর শিক্ষা বোর্ডের

 


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : এইচএসসি  পরীক্ষায় এবছর-২৫,  শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ করেছে যশোর শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকের পিএ নজরুল ইসলাম।

বোর্ড সূত্র জানায়, গত ১৬ অক্টোবর২৫,  এইচ এসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন জানান-বোর্ডের আওতাধীন ৫৭৫টি কলেজের মধ্যে ২০ কলেজের পরীক্ষার্থী শতভাগ ফেল করে। এ কারনে পাসের হার কমে যায়। শোকজের জবাব সন্তোষজনক না হলে এসব কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র আরো জানায়- মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডি কলেজে ৮ পরীক্ষার্থী, মাগুরা সদরের রাওতারা এইচ এন সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজে ৮ পরীক্ষার্থী, মাগুরার মোহাম্মদপুর উপজেলার কানাইনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজে ৯ পরীক্ষার্থী, মোহাম্মদপুর উপজেলার বিরেন সিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১১ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করে।

মেহেরপুরের গাংনী উপজেলার বিএন কলেজ থেকে ১১ পরীক্ষার্থী, খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল কলেজে ১ পরীক্ষার্থী, খুলনা সদরের হোম ইকোনমিক্স কলেজে ১ পরীক্ষার্থী, পাইকগাছার কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির থেকে ৫ পরীক্ষার্থী, তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করে।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭ পরীক্ষার্থী, চৌগাছা উপজেলার মাড়ুয়া ইউসুফ খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৬ পরীক্ষার্থী, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন কলেজ থেকে ৭ পরীক্ষার্থী, কেশবপুর উপজেলার বুরুলি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করে।

কুষ্টিয়া সদরের আলহাজ আব্দুল গণি কলেজ থেকে ৪ পরীক্ষার্থী, ঝিনাইদহ সদরের মুনুরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ পরীক্ষার্থী ও নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল করিম খালেক সুলাইমান ইনস্টিটিউট থেকে ৩৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করে।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সিংজোর গোপালপুর কলেজ থেকে ১৮ জন, সাতক্ষীরা সদরের ইসলামিয়া মহিলা কলেজে থেকে ৯ পরীক্ষার্থী, সাতক্ষীরা সদরের আখড়াখোলা আদর্শ কলেজে ৯ পরীক্ষার্থী, সাতক্ষীরা কমার্স কলেজে ২ পরীক্ষার্থী, পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করে।

উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী জানান,মোট-১৮৯পরীক্ষার্থী, শতভাগ ফেল করে। এবং২০ কলেজের অধ্যক্ষকে নভেম্বর মাসের শেষের দিকে শোকজ করা হয়েছে। কি কারণে পরীক্ষার্থীরা শতভাগ ফেল করেছে তার কারণ জানতে চাওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষরা শোকজের জবাব দেয়ার পর কলেজের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে সেই সিদ্ধান্ত হবে। শোকজের জবাব সন্তোষজনক না হলে এসব কলেজের একাডেমী স্বীকৃতি স্থগিত হওয়াসহ বাতিল হতে পারে। এমনকি স্থগিত করা হতে পারে পাঠদানের অনুমতি । ভবিষ্যতে কলেজগুলো এধরনের ফলাফল না হয় এজন্য বিভিন্ন জেলার কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সেমিনার করা হচ্ছে।

তবে শোকজের বিষয় জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন বিষয়টি এড়িয়ে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন