শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব


মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক : ৮ দলীয় জোটের উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বিশাল নেতা–কর্মীর বহর নিয়ে যোগ দিয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ আব্দুর রব। সকাল থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে মিছিল, মোটরশোভাযাত্রা ও দলীয় ব্যানার–ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছান।

সমাবেশ কেন্দ্র করে এলাকায় কয়েকদিন ধরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় পর্যায়ে নেতা–কর্মীরা প্রচারণা, মাইকিং, ব্যানার টানানো এবং ঘরোয়া সভার মাধ্যমে সমাবেশ সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।

সমাবেশে যোগদানের আগে এডভোকেট আব্দুর রব বলেন, “এই সমাবেশের মাধ্যমে জনগণের অধিকার, ন্যায় ও নীতিনিষ্ঠ রাজনীতির দাবি আরও জোরালোভাবে উচ্চারিত হবে। মৌলভীবাজার-৪ আসনের মানুষ পরিবর্তন চায়—আমরা সেই পরিবর্তনের ধারক-বাহক হতে প্রস্তুত।”

নেতা–কর্মীদের বিপুল উপস্থিতিতে সিলেট বিভাগীয় এই সমাবেশে শ্রীমঙ্গল–কমলগঞ্জ প্রতিনিধি দলের উপস্থিতি ছিল দৃশ্যমান ও নজরকাড়া।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন