এমপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা


সৌরভ মাহমুদ হারুন : সোমবার ৫ জানুয়ারি কুমিল্লা - (৫ বুড়িচং  ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির ধানের শীর্ষে প্রতীকের মনোনীত এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন এর নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে উপজেলার বাকশীমূল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড  ফকির বাজার  ও ৯ নং ওয়ার্ড  পাহাড়পুর বেল বাড়ি  এলাকায়  কেন্দ্র কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফকির বাজার ঃ ফকির বাজার ৮ নং ওয়ার্ড এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম ফারুক  এবং পরিচালনা করেন ইউনিয়ন ছাত্র দলের নেতা কায়েদ আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা প্রভাষক মোঃ জাকির হোসেন, যুবদলের নেতা মাহাবুব আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম জজু,ওয়ার্ড বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম খান, নুরুল ইসলাম মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন  ওয়ার্ড  যুবদলের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু কাউসার,যুবদল নেতা মেহেদী হাসান ভূইয়া,  কুমিল্লা দক্ষিণ জেলা জুলাই যুদ্ধা আব্দুস সালাম প্রমূখ।

অপর দিকে ৯ নং ওয়ার্ডের পাহাড়পুর বেল বাড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে  দলীয় চেয়ার পার্সন এবং সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার।

সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি বাহার মিয়া এবং পরিচালনা উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল হোসেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফরিজ মিয়া, জাকির হোসেন, হেলাল উদ্দিন বুলু।

আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক,  প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামশেদ আলম চৌধুরী। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জামশেদ চৌধুরী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন