সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় ভেজাল সার, তৈরি সরঞ্জাম ও সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার ও কাঁচামাল জব্দ করেছে কৃষি বিভাগ।
রোববার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভেজাল সার তৈরির বিষয়টি নিশ্চিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভেজাল সার তৈরির বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল ও প্যাকেটজাত সার জব্দ করা হয়। পাশাপাশি ঘটনায় জড়িত
রবিউল ইসলামকে দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল ও আশরাফুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ী এক মাসের জেল জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং একজন কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। জব্দকৃত সার ও সরঞ্জাম জব্দ তালিকা করে কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হবে।
তিনি আরও বলেন, ভেজাল সারের কারণে কৃষক ও কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, অভিযানে ভেজাল সার তৈরির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নামিদামি কোম্পানির নামে প্যাকেটজাত করে এসব সার বাজারে বিক্রি করা হচ্ছিল। কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষি বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করবে।
