গত ১ বছরে ঝিনাইদহ জেলায় আত্মহত্যা করেছে ৩০১ জন


সুজানুর রহমান, মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহ জেলায় গত ১ বছরে আত্মহত্যা করেছে ৩০১ জন। এর মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে ১৮২ জন এবং বিষ পানে ১১৯ জন।

রবিবার সকালে স্থানীয় মানবাধিকার সংস্থা আরডিসি কার্যালয়ে আরডিসি‘র নির্বাহী প্রধান আব্দুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানায়,গত ২০২৫ সালে এই জেলায় আত্মহত্যা করেছে ৩০১ জন। এদের মধ্যে পুরুষ ১৩৩ জন আর নারী ১৬৮ জন । গত ২০২৪ সালে এই জেলায় আত্নহত্যা করেছিলো ৩১৯ জন। এর মধ্যে ১৫২ জন পুরুষ, ১৬৭ জন নারী এবং ২০২৩ সালে আত্নহত্যা ছিলো ৩২৮ জন। ২০২২ সালে এ জেলায় আত্নহত্যার সংখ্যা ছিলো ৩২৩ জন। গত ৪ বছর থেকে ২০২৫ সালে আত্মহত্যার সংখ্যা কিছুটা কমে এসেছে। পরিসংখ্যানে দেখা যায় এই জেলায় ২০২৫ সালে আত্মহত্যার দিক থেকে ১ম অবস্থানে ঝিনাইদহ সদর ৭৯ জন,২য় স্থানে শৈলকূপা ৬৭ জন,৩য় স্থানে মহেশপুর ৪৬ জন, ৪র্থ স্থানে হরিনাকুন্ড ও কালিগঞ্জ ৪৩ জন করে, ৫ম স্থানে কোঁটচাদপুর ২৩ জন। ৩০১ জনের মধ্যে ফাঁসিতে আত্নহত্যা করেছে ১৮২ জন। এর মধ্যে পুরুষ ৭৩,নারী ১০৯ জন। বিষ পান করে ১১৯,এদের মধ্যে পুরুষ ৬২ আর নারী ৫৭ জন। মোট ৩০১ জন। আরডিসির নির্বাহী প্রধান জানান,সংস্থাটি গত এক বছরের সিভিল সার্জন অফিস ও ডিসি অফিসের মাসিক রির্পোট ও অন্যান্য তথ্য সূত্রে পর্যাআলোচনা করে এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন,গত ৪ বছরে আত্নহত্যা করেছে ১ হাজার ২শত ৭১ জন। আত্নহত্যার দিক থেকে নারী সংখ্যা বেশি। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ  হেলেনা আক্তার নিপা  বলেন,মহিলারা আবেগ প্রবণতা বেশি তাই মহিলাদের আত্নহ্যার সংখ্যা বেশি হয়। আত্নহত্যার কারণ হিসাবে জানা যায়,মাদকাশক্ত,বেকারত্ব,মানসিক সমস্যা,পারিবারিক অশান্তি,প্রেম ভালোবাসায় ব্যর্থতা,পরোকীয়া ও দারিদ্রতা সহ নানা কারণে এই আত্মহত্যা সংঘঠিত হয়ে থাকে। গণ মাধ্যমের দায়িত্বশীলতা কমাতে পারে আত্নহত্যার প্রবণতা। যেমন আত্নহত্যা ঘটনা ঘটলে একজন গণমাধ্যম কর্মী বিষয়টি এমনভাবে উপস্থাপনা করবে যাতে অন্যরা আত্নহত্যায় উৎসাহিত না হয়,কাউন্সিং সেবা বাড়াতে হবে ,কারণ যথাযথ কাউন্সিং একজন ব্যক্তির প্রকৃতিক সমস্যা সমাধানে সহযোগি হতে পারে। যা আত্নহত্যা প্রবণতা রোধে কার্যকারি ভুমিকা রাখতে পারে। জেলা প্রশাসন আত্মহত্যা প্রতিরোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাঠে ময়দানে সচেতন মূলক কাজ অব্যাহত রেখেছে। তিনি সকলকে আত্নহত্যা প্রবণতা রোধে এগিয়ে আসার আহবান জানান। । 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন