আওয়ামী লীগের মতো একটা পক্ষ আমাদের ওপর জুলুম শুরু করেছে : কায়কোবাদ



কুমিল্লা (মুরাদনগর) থেকে ফিরে মোঃ লুৎফুর রহমান (খাজা শাহ্) : আওয়ামী লীগের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, আওয়ামী লীগের এত জুলুম নির্যাতনের পর যখন দেশে ফিরলাম, তখন থেকেই একটা পক্ষ আমার বিরুদ্ধে আবারো অপপ্রচার আর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের মত এরাও আমাদের ওপর জুলুম শুরু করেছে। আমি দেশের বাহিরে যেতে বাধ্য হয়েছি এবং সেখানে রাজনৈতিক জুলুমের কারণে নাগরিকত্ব নিয়েছিলাম। আল্লাহর রহমতে যখন দেশে ফিরেছি আমি নাগরিকত্ব বাতিল করেছি। সর্বশেষ তুরস্ক গেলাম বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অথচ ওরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেই ক্ষ্যন্ত হয়নি, ওরা নির্বাচন কমিশনে আপিল করেছে আমার প্রার্থীতা বাতিলের জন্য, কিন্তু আল্লাহর রহমতে আমার প্রার্থীতা বাতিল করতে পারেনি। এখন আবার হাইকোর্টে রিট করেছে। আমার ওপর এই জুলুমের বিচার আল্লাহ করবেন। গত শনিবার মুরাদনগর মুজাফফর উল উলুম মাদরাসার খতমে বুখারী ও সোনাকান্দা দারুল হুদা কমপ্লেক্সের বার্ষিক মাহফিলে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, আমি ৫বার এমপি ছিলাম। এই মুরাদনগরের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আমার হাত দিয়েই হয়েছে। আমার তরুণদের নিয়ে পরিকল্পনা আছে। আল্লাহ সুযোগ দিলে মুরাদনগরকে নতুন করে ঢেলে সাজাব ইনশাআল্লাহ। দিনভর কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি দল সাবেক এই মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং মুরাদনগরজুড়ে ছাত্রদলের সাথে তরুণরা ধানের শীষে ভোট দিতে ঐক্যবদ্ধ বলে জানান। এছাড়াও মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে চলছে ধানের শীষের প্রচারণা। প্রিয় নেতার হাত ধরে মুরাদনগর আবার উন্নয়নের ধারায় ফিরবে বলে প্রত্যাশা স্থানীয় জনগণের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন