সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। ২৫/০১/২০২৫ তারিখ রবিবার দিবাগত রাতে লাঙ্গলবাঁধ বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার হোসেনের বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা একত্রিত হয়ে এক ডাকাতকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা।
এ ঘটনায় ডাকাতদের হামলায় মুক্তার হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, আটক ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
