সাতক্ষীরার কলারোয়ায় মাদকের টাকা না দেওয়ায় নারীকে কুপিয়ে হত্যা



সাতক্ষীরা প্রতিনিধিঃ কলারোয়ায় মাদকের টাকা না দেওয়ায় এক নারীকে  কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ আল আমিন নামে এক যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, কলারোয়া  উপজেলার মাদরা গ্রামে ৩ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক  আড়াইটার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া লেগেই থাকতো। ঘটনার দিন রাতে আল আমিন তার আপন খালা মঞ্জুয়ারা খাতুন, মা জয়গুন ও বড় ভাই আমজাদ হোসেনের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। তারা টাকা দিতে অস্বীকার করলে আল আমিন ক্ষিপ্ত হয়ে তাদের মারধর শুরু করে এক পর্যায়ে  সে কোদাল দিয়ে খালা মঞ্জুয়ারা খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে মঞ্জুয়ারা খাতুনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে আত্মীয়স্বজনরা তাকে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তিনি মারা যান। নিহত মঞ্জুয়ারা খাতুন,উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা সরদার পাড়ার মৃত আব্দুল লতিফের কন্যা। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ  মাদকাসক্ত  আল আমিনকে আটক করেছে  পুলিশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন