শেরপুরের ঝিনাইগাতীতে আলহাজ্ব ছফর উদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত


গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)প্রতিনিধি :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের  সালচুড়া গ্রামের সমাজ সেবক আলহাজ ছফর উদ্দিনের ২৮ তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে পালন করা হয়েছে । এ উপলক্ষে তার ছেলে আলহাজ্ব আবু ছালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন । এ সময় প্রধান অতিথি হিসাবে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বক্তব্য রাখেন । অন্যান্যদের মধ্য থেকে বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুঘ¥ আহবায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব লুৎফর রহমান ও যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান সহ এলাকার জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন । এ সময় প্রধান অতিথি মহামুদুল হক রুবেল প্রয়াত, শহীদ জিয়া, ককো, খালেদা জিয়া ও হাজি ছফর উদ্দিনের জন্যে দোয়া চেয়ে বলেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১২ই ফেব্রয়ারী তারিখে ধানের শীষে সবাই ভোট দিবেন । কারণ নলকুড়া ইউনিয়ন  বিএনপির ঘাঁটি বিগত সরকারের সময়ে এই ইউনিয়নে কোন উন্নয়নের কাজ হয়নি বৈষম্য করা হয়েছে । যা করেছি আমার মরহুম বাবা ও আমি এমপি থাকাকালীন সময়ে করেছি । উন্নয়নের জন্যে আপনারা বিএনপিকে ভোট দিবেন । বিএনপির মূল প্রতিদন্ধী আওয়ামীলীগ এবার তাদের অপকর্মের জন্যে নির্বাচনে অংশ গ্রহণ করবে না, জাতীয় পার্টি মাঠে নেই, জামায়াত সরকার গঠন করার মতো তাদের সমর্থন এখনও বাংলার মাটিতে সৃষ্টি হয়নি সুতরাং বিএনপি সরকার গঠন করবে তাই বিএনপিকে ক্ষতি করার জন্যে চক্রান্ত চলছে সেখান থেকে সবাই সতর্ক থাকবেন । যারা বিএনপিকে ব্যক্তি স্বার্থ ও লোভ লালসায় পড়ে ক্ষতি করার চক্রান্তে লিপ্ত হচ্ছে তারা নির্বাচনের পর বিনপির ভালোবাসা থেকে বঞ্চিত হবেন বলে সতর্ক করেন এই নেতা  । পরে সমগ্র মুসলিম জাতি সহ খালেদা জিয়া ও হাজি সফর উদ্দিনের কবরের আজাব মাফ চেয়ে মুফতি খালিছুর রহমান বিশেষ মুনাজাত পরিচালনা করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন