নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্ণীপাশায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা গেট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
লোহাগড়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহউদ্দিন পারভেজের সভাপতিত্বে এবং লোহাগড়া পৌর কৃষকদলের সভাপতি শরীফ নাজমুল হুদা ও কৃষকদল নেতা কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সাবেক সহসভাপতি আসাদুজ্জামান, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন ও বুলবুল আলম, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এস এম শাহীন বিপ্লব, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, মুসা মোল্যা, সোহেল রানা লাক্সমিসহ অনেকে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রবীণ রাজনীতিবিদ শরীফ মুনীর হোসেন, আনোয়ার হোসেন খান, কাজী শওকত হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ উপজেলা বিএনপি, কৃষকদল, মহিলাদল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়া আসন্ন সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ ভোটারদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। ফরিদুজ্জামান ফরহাদ এমপি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে বলে মন্তব্য করেন বক্তারা। #
-.jpg)