ঝিনাইগাতী শফি উদ্দিন ডিগ্রী কলেজে বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা থানায় অভিযোগ


গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের সীমানা নির্ধারণের বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় একটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় অভিযোগ ও জিডি দায়ের করা হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি জিডি নং- ১৩০৬ করা হয়েছে। জিডি সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর দুপুরে কলেজের পূর্ব  পাশের নির্মাণাধীন সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় উত্তেজনার সূত্রপাত ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়, কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা মো. শাহজাহান (৫৩), মো. জয়নাল আবেদীন (৫০), মো. আয়নাল মিয়া (৪৫), মো. বাদশা মিয়া (৩০), মোছা. সুইটি, মোছা. মনজা সহ তাদের পরিবারের সদস্য এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন দীর্ঘদিন ধরে কলেজের বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা প্রদান করে আসছে। এর আগে গত ২১ অক্টোবর বাউন্ডারি নির্মাণকালে বাধার মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। এ সময় তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেন। পরবর্তীতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনিন্দা রাণী ভৌমিক জমির কাগজপত্র যাচাই-বাছাই ও তদন্ত শেষে কলেজ কর্তৃপক্ষকে রায় প্রদান করেন এবং পুনরায় নির্মাণকাজ চালুর নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের নির্দেশনার পরও গত ২৫ নভেম্বর বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্র দা, লোহার শাবল, রড ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সারোয়ার আলমসহ শিক্ষক-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। বর্তমানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদীরা যে কোনো সময় গুরতর ক্ষতি করতে পারে, এমন আশঙ্কা থেকেই ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সারোয়ার আলম বলেন,“আইনগতভাবে আমাদের পক্ষে রায় হওয়ার পরও আমাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থেই থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছি। উল্লেখ্য, শীতকালীন দুই সপ্তাহ কলেজ বন্ধ থাকার ফলে বাউন্ডারি ওয়ালের নির্মাণাধীন কাজের পিলারের রড চুরি করে কেটে নিয়ে যাওয়ার অভিযোগও তুলা হযেছে। বিবাদীরা শেরপুর কোর্টে জমি নিয়ে একটি মামলা করলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন । আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দকৃত বাউন্ডারি ওয়ালের কাজ শুরু করলে তারা আবারও কাজ বন্ধ করে দেয় । খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে পুনরায় কাজ শুরু করা হয় । এ ব্যাপারে ওসি নাজমুল হাসান জানান বিগত সময়ে ঘটনার বিবরণে থানায় জিডি হয়েছে আজকে অভিযোগ পাওয়া গেছে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন