নাটোরে বাল্যবিয়ে করতে গিয়ে বরের ৩ মাসের কারাদণ্ড



নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে একদিনে দুটি বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ফুলবতী গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে করার দায়ে বর রতন সরদারকে(২৬) ৩ মাসের কারাদণ্ড দেন। একই দিন সকাল ১১টার দিকে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কুমরুল গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতা আব্দুর রশিদকে (৫০) ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। 

এ দুইটি আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর।

জানা যায়, ফুলবতী গ্রামে বাল্যবিয়ে সম্পন্ন করে বালিকাবধূ নিয়ে রওনা দেওয়ার সময় আকস্মিক কনের বাড়িতে হাজির হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। এসময় বর ও কনেকে রেখে দ্রুত সটকে পড়েন তাদের বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং ১৪ বছর বয়সী কনেকে উপস্থিত স্বজনদের কাছে মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত রতন সরদার বড়াইগ্রাম পৌরশহরের লক্ষীকোল এলাকার ইদ্রিস সরদারের ছেলে।

এদিন উপজেলার জোয়াড়ি কুমরুল গ্রামের আব্দুর রশিদ তার ১৬ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবা আব্দুর রশিদকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক এ জে মিন্টু জানান, রাতেই দণ্ডপ্রাপ্ত রতন সরদারকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর জানান, বাল্যবিয়ে প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।

পাশাপাশি দেশের প্রচলিত আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করার কাজ অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন