মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী ( রুটিন দায়িত্ব) হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) মো: বেলাল হোসেন।
গত বুধবার (১৪ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আশাফিকুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। মো: বেলাল হোসেন এলজিইডি সদর দফতরে পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা ইউনিটে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করছেন। সে দায়িত্বের পাশাপাশি তিনি রুটিন দায়িত্ব হিসাবে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) মো: বেলাল হোসেন একজন সৎ, দক্ষ, সজ্জন ও স্বল্পভাষী কর্মকর্তা হিসাবে ব্যাপক জনপ্রিয়। এর আগে দীর্ঘদিন তিনি এলজিইডি মদর দফতরে প্রশাসন বিভাগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর মেধা ও দক্ষতায় এলজিইডিতে গতি ফিরে আসবে বলে অনেকেই আশাব্যক্ত করেছেন। সহকর্মীরা তাঁর সুস্বাস্থ্য কামনা করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা : মো. বেলাল হোসেন ১৯৯২ সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি উপজেলা প্রকৌশলী হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় উপজেলা ও জেলা পর্যায়ে দায়িত্ব পালন করে তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং স্থানীয় সরকার প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরবর্তীতে তিনি নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও একাধিক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন প্রকল্প সময়মতো ও দক্ষতার সঙ্গে বাস্তবায়িত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রশাসন শাখা থেকে সদরদপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব : ২০২৩ সালের ৩১ অক্টোবর মো. বেলাল হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে এলজিইডির প্রশাসন শাখার দায়িত্ব গ্রহণ করেন। সেখানে তিনি বদলি, পদায়ন, শৃঙ্খলা ও জনবল ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখেন। তার প্রশাসনিক দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার কারণে তিনি দ্রুতই সদরদপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন।
গত ১২ অক্টোবর তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে এলজিইডির সদরদপ্তরে মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশ শাখার দায়িত্ব পান। এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, প্রকৌশল কাজের মাননিয়ন্ত্রণে কঠোরতা আরোপ এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমে গুরুত্ব দেন।
শিক্ষাজীবন ও ব্যক্তিগত পরিচয় : মো. বেলাল হোসেন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—রুয়েট) থেকে ১৯৮৯ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি পেশাগত জীবনে সততা, শৃঙ্খলা ও পরিশ্রমী কর্মকর্তা হিসেবে পরিচিত। তার জন্মস্থান কুড়িগ্রাম জেলা। উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা থাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে তিনি সম্যক অবগত বলে সহকর্মীরা মনে করেন।
প্রত্যাশা ও চ্যালেঞ্জ : প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব গ্রহণের মাধ্যমে এলজিইডির সার্বিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে চলমান সড়ক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো, হাট-বাজার উন্নয়ন ও স্থানীয় সরকার প্রকল্পগুলোর গুণগত মান নিশ্চিতকরণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
এদিকে, প্রশাসনিক স্বচ্ছতা, পদোন্নতি ও বদলি সংক্রান্ত জটিলতা নিরসন, মাঠ পর্যায়ের প্রকৌশলীদের মনোবল বাড়ানো এবং উন্নয়ন প্রকল্পে দুর্নীতি রোধ করাও তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
