মো. সাইদুল ইসলাম : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় ফেনসিডিল, ফেনসিডিলের বিকল্প মাদক ইস্কাবসহ বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— লাভলাপাড়া এলাকার মো. তানজিদ (২৮), তার বাবা মো. আমানউল্লাহ; মো. রিফাত (১৮), তার বাবা আলাউদ্দিন এবং রিদুল (২৩), তার বাবা মো. রোকন উদ্দিন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ২৯০ বোতল ফেনসিডিল, ফেনসিডিলের বিকল্প মাদক ইস্কাব ১ হাজার ৩৩১ বোতল, ১৩৫ কেজি গাঁজা এবং ৯ হাজার ৫০০ পিস ইয়াবা।
পুলিশ ও সেনাবাহিনীর সূত্র জানায়, ভুলতা এলাকার লাভলাপাড়ায় ইলিয়াছের মালিকানাধীন একটি পতিত জঙ্গল ও পুকুরপাড়সংলগ্ন কয়েকটি তালাবদ্ধ বাড়িতে এসব মাদক মজুত করা হয়েছিল। নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তালা ভেঙে এসব মাদক উদ্ধার করে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফ বলেন, গত দেড় বছর ধরে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক ও অস্ত্রসহ যেকোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
