রাশেদ খাঁনের ভাড়া নেওয়া অফিস ২ দিনের মধ্যে ছেড়ে দেওয়ার হুমকি সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকের


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রাশেদ খাঁনের ভাড়া নেওয়া নির্বাচনী কার্যালয় এক থেকে দুই দিনের মধ্যে ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, গতকাল শুক্রবার ৩ জানুয়ারি বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে ৭–৮ জনের একটি দল কার্যালয়ের মালিক মোঃ মনিরুজ্জামান বাবলুর কাছে গিয়ে এই হুমকি দেন। তারা দ্রুত অফিসটি খালি করতে বলেন এবং তা না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কার কথা জানান।

অফিসের মালিক জানান, ঘটনাটি কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে এবং ফুটেজে হুমকিদাতাদের উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুমকির ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রাশেদ খাঁনের ভাড়া নেওয়া কার্যালয়টি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া বিহারী মোড়ে অবস্থিত, যা একটি টিভিএস শোরুমের সংলগ্ন এলাকায় রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন