ফুলবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত


আমিনুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি:

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সমাজসেবাকর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, সমাজসেবার কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে হলে সময়োপযোগী প্রযুক্তির ব্যবহার যেমন জরুরি, তেমনি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা জোরদার করাও অত্যন্ত প্রয়োজন। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন