ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ



ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা অফির্সাস ক্লাব কর্তৃক পরিচালিত ২০০৯ সালে ধর্মপাশা বন্যা আশ্রয় শিবিরের একটি ভবনে ফিউচার লিডার কিন্ডারগার্ডেন স্কুল  নামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকের তত্ত্বাবধানে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। চলতি বছরে শুরুতেই বিদ্যালয়টি স্থানান্তর করে অস্থায়ী ভাবে উপজেলা  ক্রিড়াসংস্থা ও শিল্পকলা একাডেমি ভবনে চালু করা হয়। বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয় এবং ১৩ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন কর্তৃক শিক্ষা উপকরণ হিসেবে সকল ছাত্র- ছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা প্রকৌশলী ও অফির্সাস ক্লাবের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন, ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির,উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী ইনচার্জ, উক্ত বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র অভিভাবক বৃন্দের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন