কুমিল্লা ভাটপাড়ায় ২৮৬ পিস ইয়াবাসহ এক নারী আটক


কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা আদর্শ সদর উপজেলার মহানগরীর ভাটপাড়া গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের দক্ষিণ পাশের পাপ্পির বাড়ীতে কুমিল্লা মাদকদ্রব্য অধিদপ্তর লোকজন গত ১১ জানুয়ারি রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮৬ পিস ইয়াবা সহ ফারজানা আক্তার পাপ্পি নামের এক মাদক সম্রাজ্ঞীকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বজলুর রহমান।

মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি রোববার বিকেলে কুমিল্লা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্তু মনি চাকমর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাটপাড়া এলাকার আতিকুর রহমানের মেয়ে এবং সোহাগ মিয়ার ভাগ্নিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ফারজানা আক্তার (৩৫) প্রকাশ বাপ্পির ঘরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৮৬ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করে।

এই ঘটনায় কুমিল্লা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্তু মনি চাকমা মাদক আইনে একটি মামলা দায়ের করা কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে তাকে সোর্পদ করে। পুলিশ সোমবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে আসমী ফারজানা আক্তার প্রকাশ বাপ্পিকে জেল হাজতে প্রেরণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন