সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন ও সাফল্যের গল্পে অনুপ্রেরণার মিলনমেলা ‘স্বপ্ন সারথি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

অনুষ্ঠিত হলো ‘স্বপ্ন সারথি সম্মেলন ২০২৬’ অংশগ্রহণ করে স্বদেশ মৃত্তিকা 

মাজেদুর রহমান কিরুন : ‘স্বপ্ন সারথি হই-নিজে বদলালেই দেশ বদলাবে’-এই স্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্ন সারথি সম্মেলন-২০২৬’।

গত শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল।

সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠানগুলো হলো- আমাদের পাঠশালা, ছায়াতল বাংলাদেশ, নতুনের শান্তি নিবাস, মজার ইশকুল, স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, হাসিমুখ সমাজকল্যাণ সংস্থা, আপন ফাউন্ডেশন, ছওয়াব ফাউন্ডেশন, ইয়ুথ ফর বাংলাদেশ ও ঈদগাহ গার্লস হাই স্কুল, দিনাজপুর।

উদ্বোধনী বক্তব্যে আবদুল আউয়াল বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের পথশিশুরাও এই সমাজেরই সন্তান। অবহেলা আর সুযোগের অভাবে তারা পিছিয়ে পড়ছে, অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে, এমনকি অপরাধের পথে জড়িয়ে পড়ছে। অথচ সুযোগ পেলে তারাও হতে পারে সমাজের সম্পদ।”

তিনি আরও বলেন, “আমরা যারা রাষ্ট্রের টাকায় পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছি, তারা আসলে জনগণের কাছে ঋণী। সেই ঋণ শোধ করার সবচেয়ে বাস্তব উপায় হলো জীবিত অবস্থায় সমাজের জন্য কিছু করা। নিজের সন্তানের মতো অন্তত একটি সুবিধাবঞ্চিত শিশুর দায়িত্ব নিলে সমাজ বদলাতে সময় লাগবে না।”


স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আকবর হোসেন বলেন, “সুবিধাবঞ্চিত শিশুরা করুণা নয়-চায় সুযোগ। একটি সুযোগই পারে একটি জীবন বদলে দিতে, একটি পরিবারকে আলোকিত করতে। স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন সেই বিশ্বাস থেকেই কাজ করে যাচ্ছে-যেখানে স্বপ্ন বাঁচে, মানুষ গড়ে ওঠে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ভাইস-চেয়ারম্যান গোলাম রহমান, পরিচালক সিরাজুল ইসলাম সাগর, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সিনিয়ার শিক্ষক রাশিদা আক্তার, শিক্ষক নাজমুল হোসাইন, পপি আক্তার, পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

সম্মেলনে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনের গল্প, সাংস্কৃতিক পরিবেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থিত সবার মাঝে গভীর আলোড়ন সৃষ্টি করে। আয়োজকরা জানান, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে-কারণ একটি স্বপ্নই পারে একটি দেশ বদলাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন