সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :
সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এই কমিটি ৭৮ সদস্যবিশিষ্ট।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ জেলা আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ঘোষণায় জানানো হয়, আগামী ০৬ (ছয়) মাসের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
ঘোষিত কমিটিতে আব্দুল হাকিমকে আহ্বায়ক, এজাজ হোসেন অন্তরকে সদস্যসচিব, রনক হাসান রনিকে মুখ্য সংগঠক এবং মেহেদি হাসান শুভকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৩ জনকে যুগ্ম সদস্যসচিব, ৯ জনকে সংগঠক এবং ২৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির মাধ্যমে ঝিনাইদহ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রসমাজের অধিকার ও ন্যায়ের প্রশ্নে কার্যকর ভূমিকা পালন করবে।
