বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল



মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : সাবেক তিনবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছেন বিএনপি।

সোমবার বাদ আছর কুমিল্লার মুরাদনগর উপজেলা ১০ যাত্রাপুর ইউনিয়ন যাত্রাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের বিএনপির অঙ্গও সহযোগী সংগঠনের আয়োজনে নাথ পাড়া বালুর মাঠে প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা-৩, মুরাদনগর আসনের ৫ বার সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মোবাইল ভার্চ্যুয়ালে মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, মরহুম বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনা করবেন, মরহুম রাস্ট্রপতি জিয়াউর রহমান জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ শহিদি মর্যাদা দান করেন, বিএনপি চেয়ারম্যান পার্সন তারেক জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের উপকারে আসার আহবান জানান।

বিএনপি সভাপতি কাজী হাবিবুর রহমান মাস্টার সভাপতিত্বে সৈয়দ শিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মির্জা শহিদুল হাসান, যাত্রাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মির্জা আবুল হাসেম, সহ সভাপতি ফুল মিয়া মেম্বার,কাজী জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ সাবেক (জিএস)খন্দকার আরিফ সিদ্দিকী, ইউনিয়ন যুবদল সভাপতি এরশাদুজ্জামান, উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন সবুজ,কুমিল্লা উত্তর জেলা কৃষক দল যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন ভূইয়া,বিএনপি ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক, মির্জা মনিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী

কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্র দল সহ  সভাপতি খন্দকার অনন্ত, উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা জিসাস যুগ্ম আহবায়ক সৈয়দ শাহীন উদ্দীন, ছিলামপুর গ্রামের নজরুল ইসলাম, জগদীশ বাবু, ইন্দ্রজিৎ সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন নেতা কর্মী ও স্থানীয় জনগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন