এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন এলাকায় এক অসহায় বিধবার বসতবাড়িতে হামলা ভাংচুর ও জবরদখলে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রফিকুল ইসলামের গংদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বিধবার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এবিষয়ে উল্লাপাড়া থানার একটি লিখিত অভিযোগ দাখিল হয়েছে।
ভুক্তভোগী বিধবা নারী আজিরন বেগম জানান, দীর্ঘদিন ধরে ওই জমির সিমানা নিধারন নিয় স্থানীয় বাঙ্গালা গ্রামের মৃত সুরুজামালের ছেলে রাকিবুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল।
এরই জেরে রাকিবুল ইসলাম সহ তার ভাই আব্দুল বারীক এবং তার ছেলে রতন মিয়াসহ ৫-৬ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে বাসের লাঠি, দা,শাবল,হাসুয়া সহ ভারি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বসবাড়িতে হামলা চালায়।
ঘটনার সময় বিধবা নারী ও তাঁর পরিবার আতঙ্কে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
এসময় বৃদ্ধার রান্না ঘর, বাদরুম,টিউবয়েল ভাংচুর করে জায়গা দখল নিতে বাউন্ডারি অল নির্মাণ কাজ শুরু করে। বুধবার বেলা ১২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বৃদ্ধার আজিরনের বসত ঘরের দরজার সামনে ওয়াল নির্মাণ কাজ চলছে।
ঘটনার সময় হামলাকারীদের তান্ডবে বৃদ্ধা আজী ও তাঁর পরিবার আতঙ্কে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
রিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তুলকালাম ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত রাকিবুল ইসলাম বলেন আমার জায়গা জমির মধ্যে বিধবা আজিরনের ঘর-বাড়ি বিদ্দমান। আমি বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করেছি তাই তার কিছু অংশ ভেঙে দেয়া হয়েছে বসত ঘরটি সরিয়ে নিতে বারবার বলা হচ্ছে তিনি তা নিচ্ছিলেন না।
এ বিষয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
