খবর প্রকাশের পর পানির কষ্টে থাকা দেলোয়ার হোসেন পেল টিউবওয়েল


আসাদুজ্জামান রুবেল, গাইবান্ধা : ফেসবুকে খবর প্রকাশের পর সেই অসহায় পরিবার পেল নতুন আর্সেনিকমুক্ত টিউবওয়েল ।গত ১৫ই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম আসাদুজ্জামান রুবেল ফেসবুক আইডিতে একটি অসহায় পরিবার টিউবওয়েল চেয়ে আকুতি জানান,খবরটি নজরে আসে People Helping organisation ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন এর।পরে প্রতিবেদকের সাথে যোগাযোগ করে অসহায় পরিবারের মাঝে নতুন টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দেন।সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার সকালে  টিউবওয়েল টি উপহার হিসাবে আর্সেনিকমুক্ত টিউবওয়েল বসিয়ে দেওয়া হলো।এলাকাবাসী বলেন,জহুরুল ইসলাম জানান,এই অসহায় পরিবারের পানির কষ্ট একটু কমলো।

এলাকাবাসীসহ দেলোয়ার আনন্দিত People Helping organisation ও বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা আনোয়ার হোসেন এর প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন