আব্দুল আলিম সাপাহার, (নওগাঁ) প্রতিনিধি: মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নওগাঁর সাপাহারে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাপাহারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জিল্লুর রহমান মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৭০বছর।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (০৩জানুয়ারি) রাত্রি সাড়ে ৮টার দিকে জিল্লুর রহমান বাজার হতে সাপাহার সদরের অদুরে মোটর সাইকেল যোগে তার গ্রামের বাড়ী তাজপুরে যাচ্ছিল।পথে সে সাপাহার “স”মিল এলাকায় পৌছিলে একটি অটো ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত্রি সাড়ে ১২ টার দিকে তাঁর মৃত্যু হয়। রবিবার বিকেল সাড়ে ৪টায় তাজপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ দাফন করা হয়।
উল্লেখ্য মরহুম জিল্লুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা হলেও বিগত আওয়ামী সরকারের আমলে জাতীয়তাবাদী দল বিএনপি করায় মুক্তি যোদ্ধার তালিকা হতে তার নাম বাদ দেয়া হয় বলে মরহুমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
