সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জানুয়ারি রাতের দিকে বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে আসামীবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়া একই রাতে পলিয়ানপুর বিওপি’র আওতাধীন এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ জন নারীকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, ৪ জানুয়ারি ভোরে শ্রীনাথপুর বিওপি’র এলাকায় টহল চলাকালে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা করলে এক পুরুষ ও দুই শিশুসহ মোট ৩ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
