গোলাম রব্বানী-টিটু: শেরপুর প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল গণভোট প্রচারে উপজেলার হাটবাজারে প্রচার চালাচ্ছেন । গণভোটের নিয়ম কানুন হ্যা-না ভোট প্রদানে পথচারীদের সাথে কথা ও লিফলেট বিতরণ করেন । এ সময় তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কার করণে হ্যা ভোটের গুরুত্ব অনেক বেশী । আপনারা আগামী ১২ই ফেব্রয়ারী ভোট কেন্দ্রে প্রবেশ করে হ্যা-না ভোটের ব্যালট হাতে নিয়ে হ্যা- ভোট দিবেন । হ্যা-না ভোটের আলোচনা করে সকল পথচারীরেকে জনসচেতনা করার জন্যে প্রচার করার অনুরোধ রাখেন । উপজেলার ঝিনাইগাতী সদর বাজার, ধানশাইল, হাতিবান্ধা,মালঝিকান্ধা, নলকুড়া, গৌরিপুর ও কাংশা ইউনিয়নের রাস্তা,ঘাট, হাটবাজারে প্রচার চালান । গণভোট প্রচারের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জহুরুল হক সহ রিকশাওয়ালা, শ্রমিক, ব্যবসায়ীর দোকান সহ নানা শ্রেণীর পেশার মানুষের সাথে গণভোটের লিফলেট বিতরণ করেন এই কর্মকর্তা ।
Tags
শেরপুর
