সিদ্ধিরগঞ্জ আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে - নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে "ধানের শীষে" এর মনোনীত জনাব আজহারুল ইসলাম মান্নানের পক্ষে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু ভূঁইয়া এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এ কে হীরার নেতৃত্ব আজ বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্বিরগঞ্জের বিভিন্ন এলাকায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এ-সময় বিএনপি ও সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থেকে জনাব, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট সহ নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এর ধানের শীষের একমাত্র মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ধানের শীষ প্রতীকের নির্বাচিত লিফলেট বিতরণ করেন।
উক্ত নির্বাচনী প্রচারনা ও গণসংযোগের অংশ হিসেবে নেতাকর্মীরা সিদ্বিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভোটারদের নিকট ধানের শীষের পক্ষে ভোট পার্থনা করেন।
