মতিঝিল থেকে ৭ কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার


মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতার নারীর নাম শামসুন নাহার ওরফে সামছি বেগম (৫৬)। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ০৮:৫০ ঘটিকায় মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মতিঝিল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন আরামবাগ বাস কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি শামসুন নাহার ওরফে সামছি বেগমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত শামসুন নাহার ওরফে সামছি বেগম একজন পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর মতিঝিল সহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করত। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন