হাওরাঞ্চল (নিকলী), কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে জেএসএসি ক্রিকেট টুর্নামেন্ট (দ্বিতীয় আসর)–২০২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) জারইতলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় এসএসসি ব্যাচ ২০১৭ ও এসএসসি ব্যাচ ২০১৯।
ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জারইতলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন বাদল। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জারইতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জারইতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইসহাক রানা, সিনিয়র সাংবাদিক আলী জমশেদ, জারইতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আফতাবুল আলম, ছবি ব্যাংক আউটলেট করুয়াপাড়া বাজারের স্বত্বাধিকারী আবুল কাশেম ঝন্টু, বাংলাদেশ গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সহ-সভাপতি আর. কে. রাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন নুরুল আইন রিপন, মোহাম্মদ আলী, নয়ন মিয়া, আসকর মিয়া, জাকারিয়া বান্তেন, জাকির হোসেন, আউশ আলী, মোঃ আউয়াল মিয়া, মোঃ জসীম উদ্দিন, মোঃ নুরুল আমিন, মোঃ মামুন মিয়া, জুলহাস মিয়া, মোঃ জুঈ মিয়া, মোঃ হেকমত আলী, দীন ইসলাম, মোঃ রেজওয়ান মিয়া, সামছুর মিয়া, রফিকুল ইসলাম শুক্কুর, রফিকুল ইসলাম, ইসমত মিয়া, সাইফুল ইসলাম, মোঃ আবু বক্কর টিটু, মোঃ জাকির মিয়া, আক্কাস আলী, আব্দুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় দুই দলের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে বলে মন্তব্য করেন অতিথিরা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। ফাইনাল ম্যাচে এসএসসি ব্যাচ ২০১৭ দল বিজয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোঃ শরিফ মিয়া এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোঃ সোহাগ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে বলেন “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” অধ্যক্ষ বেলায়েত হোসেন বাদল: “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”শাহ মোঃ জাকির হোসেন: স্থানীয় পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট নতুন প্রতিভা তুলে আনতে সহায়ক ভূমিকা রাখে।” আজকের খেলা ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন জারইতলা স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ রকি মিয়া ।