সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিক পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান এবং একটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার শ্রমিক নেতৃবৃন্দ, মৃত শ্রমিক পরিবারের সদস্য, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউনিয়নের তহবিল থেকে মোট ৩২ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে কয়েকটি পরিবারকে ২৫ হাজার টাকা এবং কয়েকটি পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। আর্থিক সহায়তা পেয়ে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শ্রমিক ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। শ্রমিকদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ রোকনুজ্জামান রানু। তিনি বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকলে পরিবহন খাত আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ওয়ালিয়ার রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মৃত শ্রমিকদের পরিবার যেন অসহায় হয়ে না পড়ে, সেই লক্ষ্যেই ইউনিয়নের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রমিক কল্যাণে গৃহীত একটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আয়োজক ছিল ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
