ছিনতাই,চুরি ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে সোনারগাঁয়ে আলোচনা সভা


মোঃ নুর নবী জনিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের উদ্যোগে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বিকেলে জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বিডিআর , বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজ সেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার, মোতালেব মিয়া প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন পিরোজপুর ইউনিয়নে বর্তমানে চুরি, ডাকাতি, ছিনতাই অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এ ইউনিয়নের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি বিভিন্ন পরিবহনে ডাকাতি আশংকাজনক হারে বেড়ে গেছে। এসব কর্মকান্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন