Daily News BD Online

নড়াইলে ড্যান্ডি আঠা মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় ড্যান্ডি আঠা সেবনের দায়ে মাদকসেবী এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।( ১৭ এপ্রিল) বিকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ এই রায় দেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ  মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শিশির কুমার সঙ্গীয় ফোর্সসহ মহিষখোলা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম(২৫)কে কৌটা ড্যান্ডি আঠা সেবনরত অবস্থায় আটক করে। সে  অত্র এলাকার ইলিয়াস মোল্যার ছেলে। পুলিশ সুপার  নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন