দেওয়ানগঞ্জে ঈদ'কে ঘিরে বাস ভাড়া নেওয়া হচ্ছে দিগুণ


ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ (জামালপুর) :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সানান্দবাড়ী ও কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে যেসব পরিবহন, মহাখালী ,কোনাবাড়ী গাজীপুর ও অন্যান্য  স্থানে  যাতায়াত  করে ,এসব পরিবহণে যাত্রী সাধারণ, সাধারণত  (বেশিরভাগ, )নিম্ন  আয়ের  খেটে খাওয়া  শ্রমিক  পর্যায়ের  মানুষ,এই ঈদকে ঘিরে তারা পরিবার পরিজন এর সাথে ঈদ আনন্দ  করার  জন্য ,নিজ বাড়ীতে আগমন  করেন।

কিন্ত  এই আগমন এবং গমন এ পরিবহণ  ভাড়া  গলা কাটার মতোই ভারা নিচ্ছে।

এখানে স্বাভাবিক  ভাড়া  অস্বাভাবিক  ভাবে অসাধু  পরিবহণ  মালিক  ও শ্রমিক  সংগঠনের  লোকজন  আদায়ের  জন্য  মরিয়া হয়ে উঠে বলেন যাত্রী সাধারণ।

যেখানে ৫০০/= টাকার স্থলে ১২০০/= টাকা পর্যন্ত  আদায় করা হচ্ছে !  

এই অস্বাভাবিক  বাস ভাড়া যদি  কোন এক পাশ থেকে আদায় করা হতো তবুও  মানা যেত ,কিন্ত  না এই অতিমাত্রা  বাস ভাড়া শাখের  করাত  এর মতো যাওয়া এবং আসা একই ভাবে জোর জবর  দোস্তি  করে আদায় করা হয় বাস ও অন্যান্য যানবাহন ভারা। যাত্রী সাধারণেরা বলেন আমাদের ভোগান্তি নিয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই

কিন্ত  কেন  এমন ভোগান্তি ?? এ নিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে যাত্রী সাধারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন