Daily News BD Online

অনলাইন উদ্যোক্তাদের পরিচিতি বাড়াতে গাইবান্ধায় বাঙালির ঐতিহ্যের প্রাণের বৈশাখি মেলা অনুষ্ঠিত


সঞ্জয় সাহা, গাইবান্ধা সংবাদদাতা :
গাইবান্ধায় ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হলো বাংলা ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের প্রতিক প্রাণের বৈশাখী মেলা। আর এই মেলাকে ঘিরে  গাইবান্ধা পৌরপার্কে স্থান নিয়েছে হাতের তৈরি কারু পন্য, বাটিক, বুটিক এর মহিলাদের থ্রিপিস, জামা, কোটি, ছেলেদের পাঞ্জাবী, মাটির তৈরি বিভিন্ন দেশীয় পন্য, নাক মুচরী, কান মুচরী, খুরমা, নিমকি সহ বিভিন্ন পন্যের  দোকান। ক্রেতারা তাদের পছন্দের জিনিস ক্রয় করতে ভীর করছে দোকানের সামনে।

যেসব মহিলা ঘরে বসে হাতের কাজ করেন। সেসব উদ্যোক্তাদের  অনলাইনের পাশাপাশি অফলাইনে তাদের পন্যের  পরিচিতি ও ব্যবসার পরিধি বাড়াতে এই মেলার আয়োজন করা। গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ও বিসিক শিল্পনগরীর সহযোগীতায় ১৪ই এপ্রিল হতে ১৬ই এপ্রিল  সকাল থেকে রাত ৯ টা অবধি চলে এই মেলা।  মেলায় লাভলী এন্ড অত্রি কিচেন এন্ড বুটিকস,তন্নী ওমেনস হাউস,শোভা লেডিস ফ্যাশন কর্ণার, স্বপ্ন কুটির,কল্পতরু বুটিক হাউস,স্বপ্ন আকা, দেশোয়ান, মেরাজ বুটিক, দৃষ্টি ফ্যাশন গ্যালারি,ফাতিহা হ্যান্ডিক্রাপটস সহ মোট ৪০ টি ষ্টল স্থান নিয়েছে।

" গাইবান্ধার মাস্টার পাড়ার বাসিন্দা লাভলী এন্ড অত্রি কিচেন হাউস এর উদ্যোক্তা মার্জনা তাসনিম অত্রি জানান- বৈশাখী মেলা বাঙালির ঐতিহ্যের মেলা। অনলাইনে আমরা বিভিন্ন ফলের শরবত, বিভিন্ন রকম পিঠা, খাবার ও হাতের তৈরি বিভিন্ন কারু পন্যের তৈরি কাপড় বিক্রি করে থাকি। এই মেলাটি আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি সফলতা। এতে আমাদের অনেক হেল্প হচ্ছে। আমরা ঘরে বসে থেকে বাসার নিত্যদিনের কাজের পাশাপাশি যে ছোট ছোট জিনিস গুলো তৈরি করে অনলাইনে বিক্রি করি। তা আমরা মেলার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পারছি। এতে করে  নিজেদের আত্মকর্মসংস্থান এর পাশাপাশি পন্য ও নিজেদের পরিচিতি বাড়াতে পারছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন