Daily News BD Online

রাউজানে তৃনমূল নেতাকর্মীদের ঈদ উপহার দিলেন সাংসদ এবিএম ফজলে করিম


রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের ত‍্যাগী ও তৃনমূল নেতাকর্মীদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। ১৫ এপ্রিল শনিবার বিকেলে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একেএম ফজলুল কবির চৌধুরী হল মিলনায়তনে ব‍্যক্তিগত পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও ক্রীড়াবিধ সুমন দে এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কামরুল ইসলাম বাহদুর, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ইকবাল, স্বপন দাশগুপ্ত, ইরফান আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। এছাড়াও এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, ইউ.পি সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন